ওসমানী হাসপাতাল : সময় বেঁধে দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ৯:২১:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানি ও দুই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগের ঘটনায় উত্তাল ছিলো এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল। গত তিনদিন ধরে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের চলছিলো ধর্মঘটসহ বিক্ষোভ কর্মসূচী। বুধবার অভিযুক্তদের গ্রেফতার না করলে পুরো চিকিৎসা কার্যক্রম বন্ধের হুমকি দেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে নড়েচড়ে বসে প্রশাসনসহ ওসমানী কর্তৃপক্ষ।
বুধবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের সময় শাহপরাণ এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ছাত্রলীগকর্মী দিব্য সরকারকে গ্রেফতার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার সকালে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়। তবে আন্দোলনকারীরা এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে বাকি আসামিরা গ্রেফতার না হলে পুনরায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আন্দোলনকারীদের পক্ষে ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ মুন্তাকিম চৌধুরী সাংবাদিকদের বলেন, এই ঘটনায় প্রধান আসামি দিব্যকে পুলিশ বাহিনী গ্রেফতার করেছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত ভিসি মহোদয়, সম্মানিত পরিচালক স্যারসহ আমাদের সম্মানিত শিক্ষকদের অনুরোধে আমরা কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। আমরা ৭ দিন সময় বেঁধে দিয়েছি, এই সময়ের মধ্যে যদি বাকি আসামিরা ধরা না পড়ে, তাহলে আমরা আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
তিনি বলেন, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে যে নিরাপত্তা ত্রুটি, সেই ত্রুটি যদি দূর করা না হয়, বিশেষ করে আমাদের নারী ইন্টার্নিদের নিরাপত্তায় যদি ঘাটতি থাকে, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। কারণ, নিজেদের নিরাপত্তা না থাকা অবস্থায় অন্যদের স্বাস্থ্য নিরাপত্তা দেওয়া সম্ভব না।
অভিযুক্ত ছাত্রলীগকর্মী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, দিব্য সরকারের রিমান্ড চাওয়া হবে না। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।