সিলেটেও ডলার কারসাজি : অ্যাকশনে বাংলাদেশ ব্যাংক
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ২:০০:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটেও ডলার কারসাজি অভিযোগ উঠেছে। আর এতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। গত দুই দিন ধরে ডলার কারসাজির বিরুদ্ধে সিলেটে তদারকিমূলক অভিযান চলছে।
ডলার নিয়ে কারসাজি করলে সংশ্লিষ্ট মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। সে অনুযায়ী টিমও মাঠে নামায় কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে সিলেটে খোলাবাজারে ডলার নিয়ে কারসাজিরদারীদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার ও বৃহস্পতিবার দু’দিন নগরের মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোতে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে বিশেষ টিম। এ অভিযানের রিপোর্ট সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাখিলের পর সত্যতা পেলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ডলারে অনিয়ম পেলেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে জানিয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এ টিম ডলার মার্কেটে কিছু তথ্য পেয়েছে, যা রুলস-রেগুলেশন কাভার করে না। লাইসেন্স নেই এমন প্রতিষ্ঠানও ডলার কেনাবেচনার সঙ্গে জড়িত, এমন তথ্যও এসেছে। আবার কেউ কেউ একটি লাইসেন্স নিয়ে দুটি শাখায় ব্যবসা করছেন। এমনটি যারা করছেন, তাদের বিরুদ্ধে জরুরীভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, করোনা পরবর্তী সময়ে বিদেশ থেকে পণ্য আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় ডলারের ব্যবহারও বৃদ্ধি পায়। এতে সিলেটহ সারা দেশে খোলাবাজারে ডলারের মূল্যে অস্থিরতা তৈরী হয়। এর অন্যতম কারণ হলো, জ্বালানি তেল, ভোগ্যপণ্য ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়াই। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ রসদ জুগিয়েছে এ অস্থিরতায়। দেশীয় ব্যবসায়ীরা ইচ্ছেমতো ডলারের দাম বাড়িয়ে এ সংকটকে আরও বাড়িয়ে দেন। এমন পরিস্থিতিতে ডলারের দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া মূল্যকে গুরুত্ব না দিয়ে সিলেটের এক্সচেঞ্জ ব্যবসায়ীরা চলছেন ইচ্ছেমতো। অনেকে বাড়িয়ে দিয়েছেন দাম। আবার অনেকে ‘ডলারের দাম সামনে আরও বাড়বে’ এমন গুজব সৃষ্টি করে ইচ্ছাকৃতভাবে ডলার মজুদ করছেন। এ অবস্থায় বিষয়টি খতিয়ে দেখতে বুধবার থেকে সিলেটে তদারিকমূলক বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংকের টিম।
নাম প্রকাশ না করা শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা দৈনিক জালালাবাদকে জানান, অভিযোগ রয়েছে সিলেটে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূল্যের বাইরে মানি এক্সচেঞ্জ বেশী মূল্যে ডলার বিক্রি করছে। উদ্ভূত পরিস্থিতিতে সিলেটে বাংলাদেশ ব্যাংকের টিম দু’দিন থেকে অভিযান পরিচালনা করছে। বেশ কয়েকটিতে অভিযান হয়েছে এবং বাকিগুলোতেও অভিযান চালানো হবে। ইতোমধ্যে এসব মানি এক্সচেঞ্জে ডলার কারসাজির সত্যতা মিলেছে।
এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, আমাদের তথ্যমতে সিলেটে ১২টি লাইসেন্সধারী বৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। এর বাইরে লাইসেন্সবিহীন অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান আছে কি-না, সেই তথ্য আমাদের কাছে নেই। এ বিষয়েও আমরা খোঁঁজ নিচ্ছি। থাকলে এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, টিমের তদন্ত রিপোর্ট আমরা এখনও হাতে পাইনি। রিপোর্ট পাওয়ার পর যদি নির্দিষ্ট কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় তবে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।