ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য ঢালপত্র পদক পেয়েছেন পাঁচ ছড়াকার
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ৬:০৭:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ২০২২ সালের ঢালপত্র পদক ঘোষণা করা হয়েছে। এবছর ঢালপত্র পদক পেয়েছেন শাহাদাত করিম, মোঃ মুজিবুর রহমান শাহীন, আবু সাঈদ রুপিয়ান, আব্দুস সাদেক লিপন ও শফিকুর রহমান শাহজাহান। বাংলা ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রতিবছর সিলেটে ছড়ার পিভিসি প্রকাশনা পাক্ষিক ঢালপত্র থেকে এই পদক দেয়া হয়ে থাকে। ঢালপত্র সম্পাদক শাহাদত বখত শাহেদ গত বুধবার ২০২২ সালের এই পদক ঘোষণা করেন। পদকপ্রাপ্তদের একটি অনুষ্ঠানের মাধ্যমে পদক তুলে দেয়া হবে বলে ছড়াকার শাহাদত বখত শাহেদ জানিয়েছেন।
২০১৯ সাল থেকে ঢালপত্র পদক চালু হয়েছে। প্রতি বছর ছড়া সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন প্রজন্মের ৫ জন ছড়াকারকে এ পদক প্রদান করা হয়। এর আগে এ পদক পান আজিজ আহমদ সেলিম, চন্দনকৃষ্ণ পাল, পরিতোষ বাবলু, রানাকুমার সিংহ, মিনহাজ ফয়সল, সালাম মশরুর, জয়নাল আবেদীন জুয়েল, ইমতিয়াজ সুলতান ইমরান, অবিনাশ আচার্য, তোরাব আল হাবীব, নুরুজ্জামান মনি, শাহীন ইবনে দিলওয়ার, বদরুল আলম খান, রহমান তাওহীদ ও আকরাম সাবিত।