জৈন্তায় পর্যটকবাহী কার নদীতে, বাবা মেয়ের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ৬:১৭:১৯ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি প্রাইভেট কার দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
জানা যায়, শুক্রবার সিলেট হতে ছেড়ে আসা প্রাইভেট কার জাফলং যাচ্ছিল। পথিমধ্যে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে কারটি রাংপানি নদীতে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে ১ শিশু নিহত হয়। আহত অবস্থায় সিলেট যাওয়ার পথে শিশুটির বাবাও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহতরা হলেন, নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের আলা উদ্দিনের ছেলে মিয়া (৩৫) ও তার শিশু কন্যা রাহি আক্তার আদরী (৪০ দিন)। আহতরা হলেন, নিহত রুবেলের স্ত্রী কাজল (৩০), নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৪৮) এবং তার স্ত্রী আনিকা (৩০)। ঘটনার পর পর স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে৷
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ গোলাম দস্তগীর আহমেদ বলেন, দুর্ঘটনায় ১ শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে, শিশুটির মাসহ আর ৩ জন গুরুতর আহত হয়েছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আহতদের সিলেট এমএ জি ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।