বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে জমিয়তের অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ৬:৩২:১৫ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম সৌদী আরব জেদ্দা শাখার অর্থায়নে সিলেট জেলা শাখার ব্যবস্থাপনায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার লাউতা, মোল্লাপুর, বিয়ানীবাজার পৌরসভা, বুধবারীবাজার ও বাদেপাশা ইউনিয়নের বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য হতদরিদ্রদের মাঝে অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী, সহ সভাপতি সামসুদ্দীন, বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা শায়েখ আতিকুর রহমান, সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বীর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শায়েখ আব্দুল মতিন নাদিয়া ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ, বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ দেলওয়ার হোসাইন, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল্লাহ, বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়ত সভাপতি শরিফ আল হাসান প্রমূখ। বিজ্ঞপ্তি।