গোয়াইনঘাটে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সভা
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ৬:৩৩:২৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে কেন্দ্রগুলোর মান বৃদ্ধি করতে হবে। করোনা ও বন্যায় কার্যক্রম অনেকটা ব্যাহত হয়েছে, তা পূরণ করতে আন্তরিকতা প্রয়োজন। শোকের মাসের সকল কার্যক্রম কেন্দ্র ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করবেন। শিক্ষকদের শ্রমেই সিলেটের কেন্দ্রগুলো প্রশংসা অর্জন করবে বলে আশা করছি।
গোয়াইনঘাটে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের বিভাগীয় পরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমান এ আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলরুমে এফএস আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশেষ অতিথি এফএস ওসমানিনগরের ইসমাইল আলী, মডেল কেয়ারটেকার সালেহ আহমদ, সা. কেয়ারটেকার ফরিদ উদ্দিন কয়েছ। সভায় সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।