দোয়ারায় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ৬:৩৪:৪১ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উদযাপিত হয়েছে। দিনের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা ও মরহুমের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা’র সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের উপস্থানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম হায়দার, সুয়েবুর রহমান, নুরুল ইসলাম, ইয়াসমিন, শাহিন আহমদ, সিএ অমিত চন্দ, যুবরাজ আহমদ প্রমুখ।