নকশী বাংলা ফাউন্ডেশনের ফ্রী মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ৭:৪১:২৫ অপরাহ্ন
স্বেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন বাজারে শুক্রবার দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচশত মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোহাইমিনুল বারী নাহিদ। সহযোগী হিসেবে ছিলেন ডাঃ মোঃ আব্দুল বাছিত ও ডাঃ লিজা আক্তার। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী বন্যাদুর্গতদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সদস্য রায়হান উদ্দিন, হোয়াইট বার্ড একাডেমির প্রতিষ্ঠাতা আহমদ আল কবির চৌধুরী, মাওলানা নুরুজ্জামান, মাস্টার নুর হাসান, মাছুমা আক্তার, রাহিমা আক্তার, লিপি বেগম, জাহেদ আহমদ, ক্বারী শাহেদ আলী, সুহান মিয়া, মাস্টার জাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি