মাহবুব আলী খানের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আজ
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২, ১২:৩৭:৩৩ অপরাহ্ন
সাবেক নৌবাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রী, বৃহত্তর সিলেটের কৃতিসন্তান রিয়াল এডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহত্তর সিলেটবাসীর আয়োজনে আজ শনিবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গনে এক দোয়া মাহফিল ও শিরনী বিতরণের আয়োজন করা হয়েছে।
এতে সিলেটের সকল রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি নেতৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মিফতাহ্ সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি