জামালগঞ্জে বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ৮:২৯:১৬ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে জামালগঞ্জ থানা পুলিশ উপজেলার তাকে গ্রেফতার করে।
জানা যায়, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ভীমখালী ইউনিয়নের লালবাজারে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষ বাধে। এতে কয়েকজন পুলিশ গুরুতর আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় জামালগঞ্জ থানা পুলিশ উপজেলার রাস্তা থেকে বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গ্রেফতার করে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের প্রতিবেদকে জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশ এসল্ট মামলার আসামী হিসেবে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। বিকেলে জামালগঞ্জ থানা পুলিশ বিএনপির সাবেক সাধারণ সম্পাদকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে।