গোলাপগঞ্জে যুব ও ছাত্র জমিয়তের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২, ৭:০০:৪৬ অপরাহ্ন
যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে সীরাত কনফারেন্স আগামী ১১ আগস্ট সোমবার দুপুর ১২টায় উপজেলা খাসা দীঘিরপারস্থ ইসলাম কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাহফিমুল হক।
এদিকে, সীরাত কনফারেন্স সফলের লক্ষে গোলাপগঞ্জ উপজেলায় যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সাথে মতবিনিময় করেছেন যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধিদল।
শুক্রবার বিকাল ৩ টায় গোলাপগঞ্জ পৌর শহরের সানরাইজ রেষ্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের আহ্বায়ক মাওলানা মনোওয়ার হোসাইন এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাইম আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, আরব আমিরাত প্রবাসী সাবেক ছাত্রনেতা হাফিজ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলম, পাঠাগার সম্পাদক মাওলানা কামরুল হক, সদস্য আব্দুল্লাহ আল মামুন, রিজওয়ান আহমদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের আহবায়ক কমিটির সদস্য আব্বাস আল মাহমুদ, মাওলানা আফজল হোসাইন, হাফিজ মাওলানা সাদিকুর রহমান, মাওলানা জামিল আহমদ, মাওলানা আঃ সুবহান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আবুল কাসিম, সহ-সভাপতি আবু সালেহ উসমান, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি