বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২, ৭:৪৮:১১ অপরাহ্ন
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা শনিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়। পুনরায় এডভোকেট আব্দুল খালিক সভাপতি ও এডভোকেট মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাবিদক এম.এ হান্নান।
শোক প্রস্তাব পাঠ করেন এবং জাতীয় শোক দিবস ও সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর। সভায় সাংগঠনিক আলোচনায় অংশ গ্রহণ করেন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট মহানগরের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের দেশ বিদেশের সকল ইউনিটের সম্মেলন এবং অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি অতি দ্রুত সম্পন্ন করার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৃহত্তর সিলেটের ন্যায্য দাবী-দাওয়া আদায়ের জন্যে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার জন্যে বৃহত্তর সিলেটের সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসী নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুল রকিব, কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল মালিক রুনু, মারিয়ান চৌধুরী মাম্মি, ডাঃ হাবিবুর রহমান, সিলেট প্রতিনিধি এডভোকেট আব্দুল অদুদ, মৌলভীবাজার প্রতিনিধি এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম বকুল, এডভোকেট মামুন উর রশিদ, ইকবাল হোসেন আফাজ, আব্দুল মুমিন লাহীন, মুহিবুল ইসলাম ফটিক, ক্ষমা রাণী দে, মাওলানা মিজানুর রহমান, আবুল কাশেম হেলাল তপাদার, এডভোকেট কামরুজ্জামান তারা, রায়হান আহমদ, রহিমা বেগম, সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, নাদিয়া ফেরদৌস, তাহসিন আক্তার, রুনা বেগম, ইরশাদ আলী, রেজাউল করিম রাজু, হাছনা হেনা চৌধুরী, রহিমা বেগম (২), বেদানা বেগম, ডাঃ নাছির উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি