মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২, ৭:৪৯:৩৮ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবায়দা রহমানের পিতা সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর নগরীর মধুশহীদ জামে মসজিদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার পূর্ব মুহূর্তে সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, মাহবুব আলী খান একজন কীর্তিমান ব্যক্তি। ডাঃ জোবায়দা রহমান সেই মহৎপ্রাণ ব্যক্তির সুযোগ্য কন্যা। তারেক রহমানের সহধর্মিণী। মাহবুব আলী খানের অবদানকে সিলেটবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এবং জান্নাত কামনায় রুহের মাগফেরাত কামনা করে।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দ্রুত স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে মোনাজাত করেন মধুশহীদ জামে মসজিদের ইমাম ও খতিব।
মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, নজীবুর রহমান নজীব, সদস্য আমির হোসেন, মাহবুব কাদির শাহি, মুকুল আহমেদ মুর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, আফজাল হোসেন, শামীম মজুমদার, আবুল কালাম, রফিকুল ইসলাম, আলাউদ্দিন বাদশাহ, কাইয়ুম আহমদ, আব্দুল হান্নান, আরিফুর রহমান, হানিফ আহমদ, গুলসান খান, মামুন আহমেদ মিন্টু, যুবদল নেতা মির্জা সম্রাট, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুল হক আসাদ, জুবেদ আমিরি, মন্জুরুল করিম তুহিন, ইমাদ উদ্দিন চৌধুরী, সামস উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সদরুল ইসলাম লোকমান, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমেদ মোক্তার, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাসনিম রহমান চৌধুরী, ২৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন, ছাত্রদল নেতা ইমন আহমেদ। বিজ্ঞপ্তি