বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম জেলা আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২, ৭:৫৭:৫৩ অপরাহ্ন
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) সিলেট জেলা আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনসিসি সরকারি মদন মোহন কলেজ প্লাটুনের সাবেক সিইউও মো.সারওয়ার আলম মিতুনকে আহ্বায়ক ও শেখ তোফায়েল আহমদ সেপুলকে সদস্য সচিব ও কামরুল ইসলামকে যুগ্ম সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়ক এবিএম এনায়েত হোসেন, রহিমা আক্তার, মো. ফারুক হাসান সুজন, মো. হারুনুর রশিদ, আমিনুল ইসলাম, মো. এহিয়া, অমজাদ হোসেন। এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন মো.লতাফুর রহমান, সাংবাদিক মো. মুহিবুর রহমান, মো. মুহিত খান, ইমন কান্তি দাশ, কামরুল হুদা, সাবা চৌধুরী, লাভলী হক ডলি, মরিয়ম খানম ছিদ্দিকা, মিলাদ হোসেন, এনামুল হক, লায়েক অহমদ, আনিসুর রহমান, শামীম আহমদ, এনায়েত হোসেন সাব্বির, মো.মবিন, কামরুল হাসান, শাফি আহমদ, অতিকুল ইসলাম, সোনিয়া আক্তার, মান্না বেগম রাখি, জনি মিয়া।
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মজিবুল হক স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বিজ্ঞপ্তি