নগরীতে মাদক সেবনকালে ১৭ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২, ৮:০৪:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে মাদক সেবনকালে ১৭ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে নগরীর রামের দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার তাদেরকে মাদক আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস বি এম আশরাফ উল্যাহ তাহের।
গ্রেফতারকৃতরা হলো, নগরীর রামেরদিঘীর পাড় এলাকার বাসিন্দা রাজিব রায়ের ছেলে সবুজ রায় (১৯), একই এলাকার নন্দন রায়ের ছেলে আদিত্ত রায় (১৯), দাঁড়িয়াপাড়া এলাকার বাসিন্দা গৌতম বনিকের ছেলে অরিত্র বনিক (১৮), একই এলাকার রঞ্জিত করের ছেলে আকাশ কর (২০), জিতেন্দ্র দাসের ছেলে শিপু দাস সুমন (২১) ও শ্যামল চৌধুরীর ছেলে সৌমিক চৌধুরী (১৯), প্রদীপ দের ছেলে আবির দে (২০), বিপ্লব রায়ের ছেলে সৌমিত্র রায় (১৮), সোনাই সিংহের ছেলে তুষার সিংহ (২১) ও সত্তেন্দ্র মোহন চন্দ্র-এর ছেলে সাগর কুমার চন্দ্র (২১), মির্জাজাঙ্গাল এলাকার গোপেষ চন্দ্র দত্তের ছেলে গোবিন্দ দত্ত (১৭), মৃত অশুক মালাকারে ছেলে বিশাল মালাকার (১৮) ও সমর দত্তের ছেলে দেবপ্রিয় দত্ত (১৭), জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে অভি দাস (১৭), মেজরটিলা এলাকার বাসিন্দা মান্না রায়ে ছেলে অজয় রায় (১৮), বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের বাসিন্দা কাজল কান্তি দেবের ছেলে রাতুল দেব রুদ্র (১৬) ও দিরাই উপজেলার রন্নার চর গ্রামের বাসিন্দা মিন্টু কুমার দাসের অনন্ত কুমার দাস (২০)।