বড়লেখায় পোস্টারিংকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২২, ৯:১৯:২৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা বাজারে পোস্টারিংকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম গিয়াস উদ্দিন। গতকাল বেলা আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রাণতোষ দত্ত কিছুদিন পূর্বে তাহার ফেইসবুক পেইজে হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেয়ায় স্থানীয় মুসলিম জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। তাই স্থানীয় ৪ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি তাজ উদ্দিন সাইবার আইনে প্রাণতোষ দত্তকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিষয়টি এলাকায় প্রচারের উদ্দশ্যে মুসলিম জন সাধারণ বড়লেখা বাজারে প্রাণতোষ দত্তের মামলার বিবরণ দিয়ে পোস্টারিং করে। এতে প্রাণতোষ দত্ত বাধা দিলে উভয় পক্ষে এক রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে গিয়াস উদ্দিন নামের একজন ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে জাসতে চাইলে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন। প্রকৃত দোষীদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে। শীঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।