সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৬:২৬:২৩ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট বিভাগীয় পর্যায়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭)’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)’ শুরু হয়েছে। শুক্রবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, ফুটবল মঞ্চে লাল-সবুজের অংশগ্রহণের সুপ্তবাসনাকে সত্যিকারে রুপ দেয়ার সুদূরপ্রসারি চিন্তাধারার প্রতিফলন ঘটাতেই এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জীবনাদর্শকে ধারণ করে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ এবং সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য সমর চৌধুরী, প্রাক্তন কৃতি ফুটবল খেলোয়াড় প্রবীর রঞ্জন দাস ভানু বাবু, সিনিয়র সাংবাদিক আল-আজাদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, জেলা তথ্য অফিস এর উপ-পরিচালক মোঃ সালাহউদ্দিন, সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, সিলেট বিভাগীয় ফুটবল দল বাছাই কমিটির সদস্য রুবেল আহমদ নান্নু প্রমুখ।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ক্রীড়া অফিস, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায়
এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।