জগন্নাথপুরে কৃষকদের মাঝে বীজধান ও সার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৮:৫৭:৫৬ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি ভাবে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে বোরো বীজধান ও সার বিতরণ করা হয়েছে। ২৬ নভেম্বর শনিবার বীজধান ও সার বিতরণ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম।
এ সময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে প্রথম ধাপে জনপ্রতি ৫ কেজি উফশি জাতের ধানবীজ, ১০ কেজি ইউরিয়া ও ১০ কেজি দরে এমওপি সার মোট ৩৮০০ জন কৃষকের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ধাপে আরো ৩৮০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধানবীজ বিতরণ হয়।