তথ্য প্রযুক্তির জ্ঞানার্জন সময়ের দাবী: জকিগঞ্জে হাফিজ মজুমদার
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৯:০৮:৫০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট -৫ আসনের সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার বলেছেন, শিক্ষা হচ্ছে উন্নয়নের সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হলে তথ্য প্রযুক্তির ব্যবহার জানতে হবে ভালোভাবে। তাই তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে আমাদের সবাইকে।
শনিবার দুপুরে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে কবির চৌধুরী ভবন উদ্বোধন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান শিক্ষক সাব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল, জেলা পরিষদ সদস্য ইফজাল চৌধুরী, জকিগঞ্জ থানার ওসি মো মোশাররফ হোসেন, বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, সমাজসেবী হাসাম আহমদ চৌধুরী ও বিদ্যালয়ের ভবন দাতা কবির আহমদ চৌধুরী প্রমুখ।
পরে সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসায় সুধী সমাবেশে বক্তব্য রাখেন।