২ ও ৩ ডিসেম্বর সিলেট বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৯:২৬:৩৫ অপরাহ্ন
আগামী ২ ও ৩ ডিসেম্বও সিলেট বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা ও মহানগর আয়োজিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক মহাসম্মেলনে নিম্নলিখিত বিষয়গুলোতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতা : ক- বিভাগ শিশু থেকে ৩য় শ্রেণি, শিশুতোষ যে কোন ছড়া/ কবিতা। খ- বিভাগ ৪র্থ থেকে ৬ষ্ঠ সুকুমার রায়/ বেগম সুফিয়া কামালের কবিতা। গ- বিভাগ ৭ম থেকে ১০ম শ্রেণী, হেলাল হাফিজ / কবি দিলওয়ার। ঘ- বিভাগ একাদশ থেকে বিশ্ববিদ্যালয়, নির্মলেন্দু গুণ/ সৈয়দ শামসুল হক। ঙ – বিভাগ পূর্ণ বয়স্ক, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। নিবন্ধন ফি ৫০ টাকা মাত্র
চিত্রাঙ্কন : ক – ইচ্ছা স্বাধীন, খ – সিলেটের ইতিহাস ঐতিহ্যের প্রতীক, গ – সিলেটের পর্যটন স্থান, ঘ- সিলেটের বরেণ্য জনের প্রতিকৃতি, ঙ – সিলেটের প্রাকৃতিক দৃশ্য। নিবন্ধন ফি ৫০ টাকা মাত্র।
রচনা : ক- আমার স্কুল ২০০ শব্দ, খ – আমার প্রিয় শিক্ষক ৪০০ শব্দ, গ – সিলেটের নদ নদী ৬০০ শব্দ, ঘ- সিলেটের মরমী শিল্পী (যে কোন একজনের জীবনী) ৮০০ শব্দ, ঙ- সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের পঞ্চাশ বছর- ১০০০ শব্দ। নিবন্ধন ফি ৫০ টাকা মাত্র
লেখা পাঠানোর ঠিকানা ১ ডিসেম্বরের মধ্যে- হাছন রাজা মিউজিয়াম জিন্দা বাজার জল্লার পার রোড সিলেট / কামাল আহমেদ, মীম অফসেট, সিটি সুপার মার্কেট ( সিলেট সিটি করপোরেশনের পিছনে)।
সঙ্গীত প্রতিযোগিতা : ক- হাছন রাজার গান, খ – শাহ আবদুল করিমের গান, গ – রাধারমণ দত্তের গান, ঘ- দূর্ব্বীণ শাহের গান, ঙ – আরকুম শাহের গান। নিবন্ধন ফি ১০০ টাকা মাত্র
অনুষ্ঠান সূচিঃ চিত্রাঙ্কন ও আবৃত্তিতে নিবন্ধন- সকাল ৯ টা
উদ্বোধনী সভাঃ সকাল দশ টায় শহীদ মিনারে ফুলেল অর্ঘ্য প্রদানের মাধ্যমে র্যালী, সাড়ে দশ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আবৃত্তি প্রতিযোগিতা। সাড়ে ১২ টা থেকে জুমার নামাজের বিরতি। বিকাল ৩টা থেকে আবৃত্তি। কবি লেখক নিবন্ধন ফি ১০০ টাকা মাত্র।
বিকাল চার টা থেকে আমন্ত্রিত কবিদের স্বরচিত কবিতা পাঠ (অনুর্ধ ১৮ লাইন)।
আলোচনা সভাঃ সন্ধ্যা ছয় টায়। সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বাচিত শিল্পীদের গান।
৩ ডিসেম্বর শনিবার সকাল ৯ টাকায় কবি ও ছড়াকার সম্মিলন। সিলেটের স্থানীয় কবি লেখকের কবিতা ও ছড়া পাঠ। দুপুর ১ টায় বিরতি, দুপুর আড়াই টা থেকে সঙ্গীত প্রতিযোগিতা, বিকেলে পাঁচ টায় আলোচনা সভা ও পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।
বিশেষ দ্রষ্টব্যঃ পরবর্তী সংবাদ বিজ্ঞপ্তিতে সকল অতিথি এবং বিচারক ম-লীর নাম প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি