মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৯:৩০:৫৬ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নে রসূলপুর গ্রামে লিটন মিয়া (৩২) নামে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
২৫ নভেম্বর ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মজিবুর রহমান চৌধুরী তেলিয়াপাড়া চা বাগান উড়িষ্যা লাইন অভিযান চালিয়ে রসুলপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে লিটন মিয়াকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতার লিটন মিয়াকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।