ছাত্রদল নেতা লিমনের মায়ের মৃত্যুতে শোক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৯:৩৩:২০ অপরাহ্ন
সিলেট মহানগর ছাত্রদলের ২৭নং ওয়ার্ডের আহবায়ক ও গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক লিমন আহমদ মাতা শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের সময় নগরীর মাউন্ট এডোরা হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার জানাযা শনিবার বাদ জোহর গোটাটিকর জামে মসজিদে ও দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হয়। জানাযা ও দাফনের সময় সামাজিক, রাজনৈতিক ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।
গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন আহমদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এই শোক প্রকাশ করেন। এছাড়া ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মঈন খান, ২৭নং ওয়ার্ড যুবদলের পক্ষে সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ খান, ছাত্রদলের পক্ষে সদস্য সচিব নাকিব খান ও শোক প্রকাশ করেন।
গোটাটিকর ব্রার্দাস ক্লাবের সাধারণ সম্পাদক লিমন আহমদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সমবেদনা জানিয়েছেন গোটাটিকর ব্রার্দাস ক্লাবের পক্ষে সভাপতি সুমন আহমদ চৌধুরী। শোক প্রকাশ করেন পালপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও সাংবাদিক আব্দুল হাছিব। বিজ্ঞপ্তি