বরইকান্দির ব্যবসায়ী দুদু মিয়া’র ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৯:৩৩:৪৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দির বিশিষ্ট মুরব্বী, ১নং রোড নিবাসী, মিস্ত্রি জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ ও আহবায়ক, সিলেট হকার্স মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী হাজী দুদু মিয়া ২৬ নভেম্বর শনিবার সকাল ৮ টায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে হাজী দুদু মিয়ার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম দুদু মিয়া বৃহত্তর সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে যুক্তরাজ্য বিএনপি নেতা সাব্বির আহমদ ছোটনের বড় ভাই ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক, ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল নেতা দিলোয়ার হোসেন রানার পিতা।
শনিবার বাদ এশা রাত ৮টায় বরইকান্দি মিস্ত্রি জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি