বদরুজ্জামান সেলিমকে কারাগারে প্রেরণে ড. এনামুল হকের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২২, ৯:০০:১০ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে ষড়যন্ত্রমূলক গায়েবী মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। অবিলম্বে বদরুজ্জামান সেলিমসহ রাজনৈতিক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।
রোরবার এক বিবৃতিতে ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, বদরুজ্জামান সেলিম তৃণমূল থেকে উঠে আসা ছাত্র রাজনীতির সোনালী ফসল। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই তাঁকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বর্তমান সরকার বিএনপিকে দমনের যে ষড়যন্ত্র করছে সেলিমকে কারাগারে প্রেরণ এর বহিঃপ্রকাশ।
অবিলম্বে বদরুজ্জামান সেলিমসহ রাজনৈতিক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের মুক্তি দিন। বিজ্ঞপ্তি