নতুন গাড়ি ফিরিয়ে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২২, ৬:৩৫:৪২ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: নতুন গাড়ি ফিরিয়ে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এমনকি নিজেদের সুবিধার জন্য সরকারি টাকা ব্যবহার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর জন্য কেনা মার্সিডিজ-বেঞ্জ এস ৬০০ লিমুজিন গাড়ি ব্যবহার করতে অস্বীকার করেছেন আনোয়ার ইব্রাহিম। এর পরিবর্তে প্রধানমন্ত্রীর দফতরে থাকা যেকোনো একটি গাড়ি তিনি ব্যবহার করবেন বলে জানিয়েছেন।
রোববার এক ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, (শনিবার) আমি একটি মার্সিডিজ এস ৬০০ গাড়ি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছি, যেটি আমি অফিসে আসার আগে কেনা হয়েছে।’ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী বলেন, আমি চাই না আমার উপর নতুন কোনো খরচ হোক।’ শনিবার রাতে সেলাঙ্গোর একটি মসজিদে নামাজের পর একই ধরনের মন্তব্য করেন তিনি।
আনোয়ার ইব্রাহিম বলেন যে, তার ব্যবহারের জন্য কোনও নতুন সরকারি গাড়ি কেনা হবে না এবং তার অফিস কোনও নতুন অপ্রয়োজনীয় আসবাবপত্র কিনবে না। পাবলিক ফান্ডের অপচয়ের বিরুদ্ধে এটি একটি নতুন সংস্কৃতির অংশ, যা সকলের দ্বারা অনুশীলন করা উচিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘শর্ত হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন কোনো কেনাকাটা করা যাবে না।’
সাধারণ মানুষদের উদ্দেশ্যে আনোয়ার ইব্রাহিম বলেন, ১শ’, ১ হাজার বা ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত- আপনি কতটুকু সংরক্ষণ করতে পারেন তা নিয়ে ভাবুন।