লিডিং ইউনিভার্সিটির ‘ল স্পোর্টস ফেস্টিভ্যাল’ কাল শুরু
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২২, ৯:১০:০০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : লিডিং ইউনিভার্সিটি আইন বিভাগের আয়োজনে কাল মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ল স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২২’। ইউনির্ভাসিটির স্থায়ী ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠে ও ইনডোরে গেইম জোনে ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে।
ফুটবল, দাবাসহ বিভিন্ন ধরনের খেলায় অংশ নেবেন ডিপার্টমেন্টর শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা ইনাইয়া’স ক্যাফে ও রেস্টুরেন্ট।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কাল বুধবার হবে স্পোর্টস ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান।