কমলগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৬:৩৩:২৬ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
কমলগঞ্জ উপজেলা পুষ্টি প্রকল্পের নিউট্রেশন কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভুইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, এনজিও প্রতিনিধি নূরে আলম সিদ্দিক, সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক প্রভাষক শাহজাহান মানিক প্রমুুখ।