দিরাইয়ে আওয়ামীলীগের একাংশের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৬:৩০:৫৬ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের নবগঠিত দুই সদস্য বিশিষ্ট কমিটির সভাপতির পদ থেকে কামাল উদ্দিনকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় দিরাই থানা পয়েন্টে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন একাংশের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম মংলা মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল সরদারের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক করম উদ্দিন, প্রচার সম্পাদক ইদন মিয়া, সদস্য ধনীর রঞ্জন রায়, আব্দুল হান্নান, সাবেক পৌর কাউন্সিলর এনামূল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আব্দুল হাইয়ুমসহ যুবলীগ ছাত্রলীগের নেতারা।