বিশ্বনাথে পৃথক দুর্ঘটনায় হতাহত পরীক্ষার্থীর পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৬:৩৩:১৪ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল আদর্শিক সংগঠন হিসেবে অনাকাঙ্খিত দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে সহমর্মিতা জানানো, দোয়া করা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে। আমরা দোয়া করি মহান আল্লাহ তায়ালা সড়ক দুর্ঘটনায় নিহত এইচএসসি পরীক্ষার্থী ফাহিম ও পানিতে পড়ে নিহত যুক্তরাজ্য প্রবাসী আরেক বোনকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং সড়ক দুর্ঘটনায় আহতদের কুদরতি শিফা দ্বারা সুস্থতা দান করুন।
তিনি মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামের পুকুরের পানিতে ডুবে নিহত যুক্তরাজ্য প্রবাসী সোহরাব আহমেদের মেয়ে ও সড়ক দুর্ঘটনায় নিহত দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের এইচএসসি পরীক্ষার্থী ফাহিমের পরিবারকে শান্তনা এবং দুর্ঘটনায় আহতদের পরিবারের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। উপস্থিত নেতৃবৃন্দ নিহতদের মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা দক্ষিণের সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ুম, নায়েবে আমীর সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, জামায়াত নেতা মাহফুজুর রহমান বাবুল, আব্দুর রকিব মধু, আব্দুল কুদ্দুস, লিটন আহমদ, আব্দুর রহমান, কামরান আহমদ ও ইমরান আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি