সুরমা থেকে যুবকের গলিত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৬:৪৮:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর শেখঘাটে সুরমা নদী থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি এনআইডি কার্ড ও চিরকুটও উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহের ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার স্থানীয়রা জরুরী নম্বরে ফোন করে নদীতে একটি লাশ ভাসছে বলে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় মৃতদেহের পরনে থাকা প্যান্টের পকেট থেকে এনআইডি কার্ড (২৬১৩৮৯৪২৮৩৬১০) এবং চিরকুট পাওয়া যায়। এনআইডি কার্ডে তার নাম মো. ফয়সল আহমদ। সে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কুশিয়ারবাগ এলাকার আব্দুল মোতলিব ও আখি বেগমের ছেলে। এছাড়া এনআইডি কার্ডের সাথে চিরকুটে মা আখি বেগমের মোবাইল নম্বর (০১৭৭৯-৭৫০৮৮২) দেয়া রয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, লাশ পঁচাগলিত হওয়ায় আঙ্গুলের ছাপ নেওয়া যাচ্ছে না। এজন্য ওই ব্যক্তির সাথে থাকা এনআইডি মিলানো সম্ভব হচ্ছে না।