কানাইঘাটে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৬:৪৮:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাটের ধানক্ষেত থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরবাগ প্রথমখণ্ড গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তার নাম মঈন উদ্দিন (২৮)। সে ওই গ্রামের সফিক আহমদের ছেলে।
মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, পরকীয়ার জেরে মঈনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।