ছোট ভাই খুনে অভিযুক্ত বড় ভাই গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৬:৫৪:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের লোহার শাবলের আঘাতে ছোট ভাই নিহত হন। এ ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
গ্রেফতারকৃত রিপন মিয়া (৪৭) উপজেলার কাঠালবাড়ি গ্রামের সুরুজ আলীর ছেলে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল দোয়ারাবাজারের কাঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে।
গত ২৫ নভেম্বর সকালে পারিবারিক বিরোধের জের ধরে মারামারিতে বড় ভাইয়ের লোহার শাবলের আঘাতে ছোট ভাই হিরন মিয়া নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।