শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৮:০২:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর সহ-সভাপতি ফারুকুজ্জামান খান বলেছেন, দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। সকল শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়নগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি সোমবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের অন্তর্ভুক্ত শাহপরান থানা রিক্সা শ্রমিক ইউনিয়ন সিলেট-২৫ এর উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল।
বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক ও ট্রেড ইউনিয়ন থানা (১) এর সভাপতি আক্কাস আলী, ফেডারেশনের মহানগর প্রচার সম্পাদক ও ট্রেড ইউনিয়ন থানা (১) এর সহ সভাপতি আবদুল বাছেত মিলন, ফেডারেশনের মহানগর অফিস সম্পাদক দিলশাদ মিয়া, শ্রমিক নেতা গোলাম মোস্তফা প্রমুখ। বিজ্ঞপ্তি