ঘাসিটুলা আলিম মাদ্রাসার ওয়াশ ব্লক উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৮:৪৯:৩৪ অপরাহ্ন
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন সহায়তা প্রকল্পের আওতায় নির্মিত স্কুল ওয়াস ব্লকের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর বৃহত্তর ঘাসিটুলা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় নবনির্মিত ওয়াশ ব্লকটি উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ওয়াশ ব্লকটির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাহিদুল ইসলাম, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ১০, ১১ এবং ১২নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাসুদা সুলতানা, সিসিকের বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, এইচএসবিসি ব্যাংকের চিফ ফাইনান্সিয়াল অফিসার জিগনেশ চেতান রুপারেল ও হেড অফ কমিউনিকেশন তালুকদার নোমান আনোয়ার, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম হেড ইমামুল আজম শাহী ও অপারেশন ম্যানেজার সজল কুমার সাহা, মাদ্রাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম সহ ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি