৩২ দিন পর দেশে বৃষ্টির দেখা
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৯:০৫:৫২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দীর্ঘ ৩২ দিন পর বৃষ্টিতে ভিজেছে বাংলার মাটি। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র টেকনাফে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর গত (২৬ অক্টোবর) বাংলাদেশে সর্বশেষ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এরপর দীর্ঘ এই সময়টুকুতে আর কোথাও বৃষ্টিপাত হয়নি।
বজলুর রশিদ বলেন, মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ কুমিল্লাতে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।