শহীদ মিনারে সাহিত্য সম্মেলন ২ ও ৩ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২২, ৯:১২:৫৬ অপরাহ্ন
বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা ও মহানগর কমিটির আয়োজনে আগামী ২ ও ৩ ডিসেম্বর শুক্রবার ও শনিবার প্রতিদিন বিকেল তিনটা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। অনুষ্ঠানে শিল্প সাহিত্য ও শিল্প সংস্কৃতির বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।
প্রবন্ধ নিবন্ধ, ছোট গল্প, রম্য রচনা, কবিতা, ছড়া, গীতিকবিতা চিত্রাঙ্কণ, কবিতা আবৃত্তি এবং সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের সরাসরি উপস্থিত হতে হবে। সকল প্রতিযোগীদেরকে অংশ গ্রহণকারী হিসেবে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
প্রতিযোগীদেরকে সরাসরি মোবাইল নম্বর এ অথবা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে আমন্ত্রণ জানানো যাচ্ছে। মোবাইল ও হোয়াটসঅ্যাপে নাম্বার ০১৭১২৭৪৭৪২৩। বিজ্ঞপ্তি