১৫নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৬:০৪:২৮ অপরাহ্ন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের শক্তি দিয়ে আওয়ামী লীগের পতন ধরাবো। আওয়ামী লীগ জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। মানুষের কাছে দাঁড়ানোর অবস্থা তাদের নেই। এ আন্দোলন শুধু বিএনপির নয়, প্রত্যেক মানুষের। এটি মুক্তির আন্দোলন। সফলতাবিহীন বিএনপির নেতাকর্মী ও জনগণ কেউই আন্দোলন ছেড়ে ঘরে ফিরবেন না। ফ্যাসিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। তাই আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপি ঘোষিত যে কোন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বুধবার নগরীর আগ্রা কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপির ১৫নং ওয়ার্ড এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের মানুষ তাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফেরত পেতে রাস্তায় নেমেছে। সফল না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে।
সিলেট মহানগর বিএনপির ১৫নং ওয়ার্ডের আহ্বায়ক ইফতেখার আহমদ সোহেলের সভাপতিত্বে ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ এবং এডভোকেট ওবায়দুর রহমান ফাহমির যৌথ পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েছ লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ খছরু, মঈন উদ্দিন সোহেল, সদস্য মুকুল আহমদ মুর্শেদ, সৈয়দ সাফেক মাহবুব, আফজাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি