বিশ্বম্ভরপুরে নতুন জাতের ধান বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৭:২০:০৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) এর তত্ত্বাবধানে ইরি-সীড সিস্টেম প্রোগ্রাম এর আওতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোনা ও রাজাপাড়া গ্রামের কৃষক কৃষাণীদের মাঝে নতুন জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোনা ও রাজাপাড়া গ্রামে মান সম্মত ধান বীজ উৎপাদন দল (ক্লাস্টার) ও কমিউনিটি বেজ সীড প্রডাকশন গ্রুপ এর কৃষক কৃষণীদের মাঝে ব্রিডার ও ভিত্তি বীজ বিতরণ করা হয়।
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র সহযোগিতায় ধান বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন এর উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ শামসুল আলম বিধু, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট(এফআইভিডিবি)’র প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম, এস এম মইন উদ্দিন খাজাসহ কৃষক কৃষাণী।