সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২৪ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৭:২১:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত বুধবার রাতে প্রেসক্লাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা ও জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার।
এ সময় তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৪ ও ৫ ডিসেম্বর
মনোনয়পত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা প্রদান ৭ ও ৮ ডিসেম্বর, বাছাই ১১ ডিসেম্বর, প্রত্যাহার ১২ ডিসেম্বর, প্রার্থীতা প্রকাশ ১৩ ডিসেম্বর।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কর্মকর্তা প্রভাষক দুলাল মিয়া, প্রেসক্লাবের সভাপতি শামছুন্নাহার বেগম রব্বানী শাহানা, সাধারণ সম্পাদক শেরগুল আহমদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।