জগন্নাথপুরে গাড়ি দুর্ঘটনায় চালক আহত
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৮:১০:২০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছের সাথে ধাক্কা লেগে একটি পিকআপ গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় গাড়ি চালক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের রতিয়ারপাড়া নামক স্থানে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মোরগের খাঁচা বিশিষ্ট একটি পিকআপ গাড়ি সড়কের পাশে থাকা গাছের সাথে লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ি চালক আহত হন। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনার শিকার হওয়া গাড়ি উদ্ধার করেন।
জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন জানান, দুর্ঘটনার পর আহত চালককে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়েছে।