জগন্নাথপুরে মুরব্বি হরুফ মিয়া আর নেই
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৮:১১:৪৪ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর (দুর্গাপুর) গ্রামের বাসিন্দা ও আল জান্নাত ইসলামিক মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মুরব্বি হরুফ মিয়া (৭০) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভূগছিলেন।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার নামাজে জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়। এতে সর্বস্তরের জনতা অংশ নেন।