গ্রুপ পর্বের শেষের বাঁশি
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ১২:০৮:৪৭ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলার শেষের বাঁশি বাজতে শুরু করেছে। তবে গ্রুপ পর্বের শেষেও ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়েই যত মাতামাতি, যত ট্রল। নকআউট পর্বে কে কার সাথে পড়ছে।
ইতিমধ্যে আর্জেন্টিনার নক আউটের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নির্ধারিত হয়ে গেছে। এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের নাম। নকআউটে তাদের প্রতিপক্ষ কে? যা আজ রাতেই নির্ধারিত হবে।
আর্জেন্টিনা : পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পা রেখেছে আর্জেন্টিনা। গ্রুপসেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হতে হচ্ছে না আকাশি-সাদাদের। নকআউট পর্বে লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কাল শনিবার দিনগত রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পরিষ্কার এগিয়ে আলবিসেলেস্তেরা।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। এরপর তিউনিসিয়াকে ১-০ এবং ডেনমার্ককে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে খেলা সকারুরা।
আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য, বিশ্বকাপে পূর্ব সফলতা আর দলের শক্তি মিলিয়ে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ৪১তম অবস্থানে সকারুরা। ছয়বার বিশ্বকাপে এসে শেষ ষোলোয় পা রেখেছে মাত্র দ্বিতীয়বারের মতো। ২০০৬ সালে প্রথমবার দ্বিতীয় রাউন্ডে খেললেও নকআউটে যেতে পারেনি তারা। চমক দিয়ে নকআউটে পা রাখা অস্ট্রেলিয়া ‘বড় অঘটন’ ঘটাতে না পারলে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল আটকাতে পারবে না।
বুধবার রাতে কিছুটা কঠিন সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিলেন লিওনেল মেসিরা। হারলেই আসর থেকে বিদায়। ড্র করলেও নিশ্চিত নয় শেষ ষোলো। জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভিন্ন কোন চিন্তা মাথায় নিয়ে নামার সুযোগ ছিল না আলবিসেলেস্তেদের। পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে ও দ্বিতীয়ার্ধে দুই গোল করে ওই সমীকরণ মিলিয়ে দিয়েছে দু’বারের চ্যাম্পিয়ন ল্যাতিন দলটি।
ব্রাজিল :
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শুক্রবার দিবাগত রাতে ক্যামেরুনের বিপক্ষে নিয়ম রক্ষার খেলায় নামবে ব্রাজিল। সার্বিয়ার পর সোমবার দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায় তিতের শিষ্যরা। এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল।
ক্যামেরুনের বিপক্ষে হারলেও শেষ ষোলোয় খেলা আটকাচ্ছে না ব্রাজিলের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও মোটামুটি নিশ্চিত। এখন থেকেই আলোচনা শুরু হয়ে গেছে, শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কে হচ্ছে? হিসব-নিকাষ বলছে, শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা নয়তো উরুগুয়ে। খুব খারাপ কিছু না হলে ব্রাজিল-পর্তুগাল মুখোমুখি হচ্ছে না।
‘এইচ’ গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে আছে পর্তুগাল। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট তাদের। গোল ব্যবধানও বেশি। পর্তুগালের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়ার সঙ্গে। সহজে জয় পাওয়ার কথা। সেক্ষেত্রে ‘এইচ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করতে লড়বে উরুগুয়ে ও ঘানা।
উরুগুয়ের সঙ্গে ড্র করলেই ঘানার পরের পর্ব নিশ্চিত। দুই ম্যাচ শেষে ঘানার পয়েন্ট তিন, উরুগুয়ের এক। সুয়ারেজ, ভালভার্দেদের তাই জয়ের বিকল্প নেই। সেক্ষেত্রে শেষ ষোলোতে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা কিংবা উরুগুয়ে।
সেক্ষেত্রে প্রায় নিশ্চিতভাবে পর্তুগালের সামনে পড়তে পারেন নেইমাররা, যদি তারা ‘এইচ’ গ্রুপে বিজয়ী দল হয়। পর্তুগালের সামনে পড়লে নিঃসন্দেহে ব্রাজিলের সামনে লড়াই কঠিন হতে চলেছে। কিন্তু ঘানা থাকলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে পাবে নেইমাররা। লড়াই জমবে সার্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যেও। ড্র করলেই সুইসরা চলে যাবে পরের ধাপে। হারলে সার্বিয়া নকআউটে যাবে। তাদর সম্ভাব্য প্রতিপক্ষ হবে রোনালদোর পর্তুগাল।