শাহজালাল (রহ.)’র জীবন ও কর্ম শীর্ষক সেমিনার কাল
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৭:৩৯ অপরাহ্ন
হযরত শাহজালাল (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ‘মান্নানীয়া ফাউন্ডেশন’। কাল ৪ ডিসেম্বর রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা লুৎফুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকা নিউইর্য়ক নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের পরিচালক ও খতিব শায়খ ড. সাইফুল আজম আল আযহারী। বিজ্ঞপ্তি