জগন্নাথপুরে হিরন মিয়া স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৮:২৪:৩৯ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও উপজেলা আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি হারুনুর রশীদ হিরন মিয়ার ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আ.লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সভাপতি ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শশী কান্ত গোপের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক প্রচার সম্পাদক আবদুল জব্বার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পৌর আ.লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, রাণীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, তৌরিছ মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ প্রমূখ।
এসময় মরহুম হারুনুর রশীদ হিরন মিয়ার পুত্র সাবেক পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, সাবেক পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, নব-নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সাবেক পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, পৌর আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, আবদুল মতিন, যুবলীগ নেতা বকুল গোপ, রজত গোপ, জীবন গোপ, কওছর রশীদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দিলোয়ার হোসেন দুলা।