উদ্বোধনের অপেক্ষায় ৫০ মডেল মসজিদ
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৯:১৭:১২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করার জন্য প্রস্তুত রয়েছে। কেবল প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় আছেন কর্তৃপক্ষ। সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে আরো ৫০টি মসজিদ উদ্বোধনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, জিন্নাতুল বাকিয়া ও মোসা. তাহমিনা বেগম অংশ নেন।
বৈঠক সূত্রে জানা যায়, প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অগ্রগতি সংবলিত প্রতিবেদন বৈঠকে তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ২০২১ সালের ১০ জুন উদ্বোধন করা হয়েছে ৫০টি মডেল মসজিদ। নির্মাণকাজ চলছে আরো ২৮৬টির। প্রতিবেদনে সেগুলোর বাস্তব অগ্রগতি তুলে ধরা হয়। বলা হয়, ভিতের কাজ চলমান আছে ৮৯টির, গ্রেড বিমের ঢালাই হয়েছে আটটির, নিচ তলার কলাম ঢালাই হয়েছে ৪৭টির, প্রথম তলার ছাদ ঢালাই হয়েছে ৪২টির, দ্বিতীয় তলার ছাদ ঢালাই হয়েছে ২৯টির, তৃতীয় তলার ছাদ ঢালাই হয়েছে ৫৯টির ও চতুর্থ তলার ছাদ হয়েছে ১২টি মসজিদের।