বিক্ষোভকারী শনাক্তে মোবাইল ট্র্যাক করছে চীন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৯:৩০:৩৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়াদের শনাক্ত করতে মোবাইল ফোনের তথ্য ব্যবহার করছে চীনা কর্তৃপক্ষ। পুলিশ ও এক আন্দোলনকারীর মধ্যে আলাপের সূত্র ধরে এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন।
হাজার হাজার আন্দোলনকারী বেইজিংয়ের লিয়াংমা নদীর ধারে গত ২৭ নভেম্বর রাতে সমবেত হয়। তারা চলমান লকডাউন ও কভিড পরীক্ষার সমাপ্তির দাবি জানায়। কারো দাবি ছিল রাজনৈতিক স্বাধীনতার। ওইদিন প্রেসিডেন্ট শি জিনচিংয়ের পদত্যাগ চেয়েও স্লোগান দেয়া হয়।
চীনের রাজধানীর ঠিক কেন্দ্রে এমন আন্দোলন ছিল নজিরবিহীন। ওই ঘটনার পর থেকেই কোন কোন আন্দোলনকারী পুলিশের দপ্তর থেকে ফোন পাচ্ছেন। বিক্ষোভে তাদের অংশগ্রহণের ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে।
সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এক আন্দোলনকারী বুধবার (৩০ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে ফোন পাওয়ার কথা স্বীকার করেছে। তিনি জানান, বিক্ষোভ অনুষ্ঠিত হওয়া স্থানের মোবাইল ফোন সিগন্যাল ট্র্যাক করে তাদের বের করা হচ্ছে। গোপনীয়তার স্বার্থেই সিএনএন আন্দোলনকারীদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।
রেকর্ড করা এক কথোপথনে শোনা যায়, আন্দোলনকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; ঘটনার রাতে লিয়াংমা নদীর তীরের ওই বিক্ষোভে তিনি ছিলেন কিনা। জবাবে দিতে ওই ব্যক্তি অস্বীকার করে। তখন পুলিশের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তার মোবাইলের সিগন্যাল সেখানে দেখানোর কারণ কী।
ওই ব্যক্তিকে স্থানীয় পুলিশ স্টেশনে লিখিত তথ্য দিয়ে আসতেও বলছে ফোনদাতা। নির্দেশনার ক্ষেত্রে বেইজিং মিউনিসিপ্যাল পাবলিক সিকিউরিটি ব্যুরোর নাম বলা হচ্ছে।
চীনে মোবাইল ব্যবহারকারীকে প্রকৃত নাম ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করতে হয়। ২০১২ সালে শি জিনপিং চীনের ক্ষমতায় আসার পর জনগণের ওপর নজরদারি বেড়েছে।
সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এক আন্দোলনকারী জানান, আন্দোলনের সময় ফোন বন্ধ রেখেছিলেন। পুলিশ তাকে ফোন দেয়নি। তবে গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মোবাইল ও পাসওয়ার্ড জব্দ করা হয়েছে প্রমাণ হিসেবে।