শাহ খুররম মুখলিছিয়া খাতুনে জান্নাত মাদরাসার ইসলামী সম্মেলন আজ
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৬:৩৮:০৭ অপরাহ্ন
জামেয়া শাহ খুররম মুখলিছিয়া খাতুনে জান্নাত মহিলা টাইটেল মাদরাসার বার্ষিক ইসলামী সম্মেলন আজ ৪ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। রবিবার বেলা ১১টায় সিলেটের জালাবাবাদ থানাধিন টুকেরবাজারের শাহপুর খুররমখলাস্থ মাদরাসা সংলগ্ন মাঠে ইসলামী সম্মেলন শুরু হবে, বাদ ফজর আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হবে।
পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করবেন পীরে কামিল হাফিজ মাওলানা আব্দুল গফফার রায়পুরী, মাওলানা রেজাউল করীম জালালী- সিলেট, জামেয়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মখলিছ মিয়া, আল ইত্তেহাদ সমাজকল্যাণ পরিষদ সদর সিলেটের সভাপতি হাফিজ কাজী জুনাইদ আহমদ, জামেয়ার শায়খুল হাদিস মাওলানা আব্দুল খালিক, আল কুরআন ফাউন্ডেশন সিলেটের সহ সভাপতি মাওলানা এমরান আলম, আক্কেল আলী ফাউন্ডেশন বরিশালের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাদল, মৎস্য আড়ৎদার সমবায় সমিতি কাজিরবাজার সিলেটের সভাপতি ফয়জুল হক, শাহপুরের মুরব্বী নেছার আহমদ সুইল মিয়া।
ইসলামী সম্মেলন বয়ান পেশ করবেন শায়খুত তাফসীর আল্লামা খুরশিদ আলম ক্বাসেমী- ঢাকা, মুফতি মাওলানা মুজিবুর রহমান- চট্টগ্রাম, জামেয়া গহরপুর সিলেটের মুহতামিম মুফতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা আবুল হাসান- জকিগঞ্জ, শাবিপ্রবি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুতিউর রহমান, বলাউড়া কসকলিকা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব, অত্র জামেয়ার শায়খুল হাদীস মুফতি মাওলানা আরিফুজ্জামান রহমানী, ছড়ারপাড় জামে মসজিদ সিলেটের ইমাম ও খতীব, মাওলানা লুৎফুর রহমান উসমানী, মাওলানা তুফায়েল আহমদ সবুজ- প্রমুখসহ স্থানীয় উলামায়ে কেরাম নসিহত পেশ করবেন।
মাহফিলকে সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসলিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামেয়া শাহ খুররম মুখলিছিয়া খাতুনে জান্নাত মহিলা টাইটেল মাদরাসার সহ-সেক্রেটারী মো. সাইদুর রহমান ও মুহতামিম মাওলানা গোলাম রাব্বানী। বিজ্ঞপ্তি