শাবিতে শুদ্ধাচার কৌশল এবং কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৭:১০:১১ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এ জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) সম্মেলন কক্ষে সকাল ৯ টা থেকে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে গতি ও স্বচ্ছতা আনতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ৩১ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
সকাল সাড়ে ৯টায় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মস¤পাদন চুক্তি বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী ইশতেহার। বিগত নির্বাচনের ইশতেহার বাস্তবায়নে সরকারের বিভিন্ন কর্মকৌশলের সাথে এই বিশ্ববিদ্যালয়ও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন ও সেবার মান উন্নয়নের জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল ও বার্ষিক কর্মস¤পাদন চুক্তি বাস্তবায়ন জরুরী। কর্তব্যনিষ্ঠা এবং সততার মাধ্যমে এই চুক্তি বাস্তবায়নে শাবিপ্রবি বদ্ধ পরিকর।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. ইশরাত ইবনে ইসমাইল এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের ফোকাল পয়েন্ট আ ফ ম মিফতাউল হক।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর এবং সিনিয়র সহকারী পরিচালক জনাব রবিউল ইসলাম। বিজ্ঞপ্তি