সিলেটে ব্রাজিল ভক্তের কান্ড
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৭:৪৪:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
নিজের পুরো বাড়িটাকে ব্রাজিলের পতাকা দিয়ে মুড়িয়ে দিয়েছেন সিলেটের এক যুবক। নাম তার আবুল কালাম দিপু (৩২)। প্রযুক্তি পণ্যের এই ব্যবসায়ী ব্রাজিলিয়ান পেশাদার তারকা ফুটবলার নেইমার-এর ভক্ত। পছন্দের খেলোয়াড় নেইমার ও তার দল ব্রাজিলকে ভালোবেসেই পুরো বাড়িটিকে ব্রাজিলের পতাকার আদলে রং করেছেন দিপু। দিপুর এমন কাণ্ডে বাড়িটি স্থানীয়ভাবে ‘ব্রাজিল বাড়ি’ হিসেবে পরিচিতি পেয়েছে।
সিলেট নগরের মাছিমপুর এলাকায় দিপুর বাড়িটি দেখতে দলে দলে লোক ভিড় করছে। অনেকে সেলফি তুলছেন, ধারণ করছেন ভিডিও। কেউ কেউ আবার তা ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারে। বিষয়টি উপভোগ করছেন দিপু।
দিপু জানান, ছাত্রাবস্থায় তিনি ফুটবল খেলতেন। দেশের বিভিন্ন এলাকায় হায়ারে ফুটবল খেলার অভিজ্ঞতা আছে তার। এখন তিনি প্রযুক্তি পণ্যের ব্যবসা করেন। বাবা সাবেক ইউপি সদস্য আবদুল হান্নান (৭২) সৌদি সমর্থক হলেও দিপুর তিন ভাইসহ বাড়ির নয় সদস্য ব্রাজিলের ভক্ত। ফুটবলের প্রতি টান আর দলের প্রতি ভালোবাসা থেকে দিপু তার বাড়িটিকে এভাবে সাজিয়েছেন। এতে খরচ হয়েছে প্রায় লাখ টাকা। এবারের বিশ্বকাপে ব্রাজিলের দলটি খুবই শক্তিশালী বলে মনে করেন দিপু। কোনো অঘটন না ঘটলে শিরোপা ব্রাজিলের ঘরে শোভা পাবে বলেও মনে করেন এই ভক্ত অনুরোগী।
এলাকাবাসী জানান, দিপু ব্রাজিল দলের অনেক বড় ভক্ত। তার বাড়িটি দেখে খুবই ভালো লেগেছে। ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে তিনি এলাকার শিশুদের জার্সি ও ফুটবল কিনে দিয়েছেন। এলাকায় ফুটবল খেলার কোনো আয়োজন হলেও দিপুকে সবার আগে পাওয়া যায়।