জৈন্তাপুরে সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমানের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৭:৫৩:২৪ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এখলাছুর রহমান আর নেই। ৩ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় শ্রীপুরস্থ মন্ত্রীর বাংলায় এক বৈঠক চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। সেখান থেকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ….রাজিউন। মৃত্যুকালে তার বয় হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলে এবং ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাগরিবের নামাজের পর রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ মাঠে জানাযার নামাজ শেষে কেন্দ্রী গ্রামে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম এখলাছুর রহমান ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়াও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ দিনের সহ-সভাপতি এবং রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।